সুপম রায় (সবুজ বাসিন্দা)
পাথর
পাথরের মন নাকি শক্ত !
আপনের চলে যাওয়ায় কোনও রকম ব্যথা জন্মায় না,
কষ্ট পায় না হাজার অপমানেও ।
যতক্ষণ না কেউ সরাবে তাকে,
একই জায়গায় একই রকমভাবে পড়ে থাকে আজন্মকাল ।
কোনও আপসোসের চিহ্ন নেই !
ইস! যদি আমরাও ঐ রকম পাথর হয়ে থাকতে পারতাম
তাহলে সমস্ত সম্পর্কই হয়ত আজন্মকাল টিকে থাকত ।
অভিযোগ উঠত না কোনই । হারাত না কিছুই ।
বরং পাথরে পাথর ঘষে সৃষ্টি হত আগুন ।
পুড়িয়ে নিতাম গোপনে জেগে ওঠা অনুভূতিগুলো -
যা মানুষকে ‘কষ্ট’ শব্দের আসল মানে বুঝিয়ে দেয় ।
পাথরের মন নাকি শক্ত !
আপনের চলে যাওয়ায় কোনও রকম ব্যথা জন্মায় না,
কষ্ট পায় না হাজার অপমানেও ।
যতক্ষণ না কেউ সরাবে তাকে,
একই জায়গায় একই রকমভাবে পড়ে থাকে আজন্মকাল ।
কোনও আপসোসের চিহ্ন নেই !
ইস! যদি আমরাও ঐ রকম পাথর হয়ে থাকতে পারতাম
তাহলে সমস্ত সম্পর্কই হয়ত আজন্মকাল টিকে থাকত ।
অভিযোগ উঠত না কোনই । হারাত না কিছুই ।
বরং পাথরে পাথর ঘষে সৃষ্টি হত আগুন ।
পুড়িয়ে নিতাম গোপনে জেগে ওঠা অনুভূতিগুলো -
যা মানুষকে ‘কষ্ট’ শব্দের আসল মানে বুঝিয়ে দেয় ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন