অ্যালার্ম ঘড়ি
ঈশ্বর যখন সদয় হন, ইনবক্স খুলে দেখেন;
আমার কান্না, ঘেন্না, থুতু, কফ বলে ওঠে-
'ভালো আছো'?
আলেয়া-কাতর রাত, ঠকে যাওয়া
সবুজ- সংকেত;
আমার অনিদ্রা জ্বলে-নেভে, নেভে-জ্বলে!
দূর দেশের টেনিস-সুন্দরী, নাদান দেবকন্যা-
ঈশ্বরের নাথুলা পাস তরল হয়।
আমার রক্ত, মূত্র, হাহাকার বলে ওঠে-
'সকালে ডেকে দেবো'?
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন