ঝুরো কথায় অনর্গল
১)
নীল ঘুম।ক্লাসরুম
বালিশে : আরো ২টো ফাকি
২)
কমলা পাপড়ি।মাখামাখি
হাওয়াকল : ভাঙা বিরহের বুদবুদ
৩)
মুঠোমুঠো।স্পর্শিনী চৌহদ্দি
যাবতীয় : ব-দ্বীপের লুকানো ঋন
৪)
মদ ও হিংস্র প্রাণ : তরল আয়না
হয়তো এভাবেই।গলে যাচ্ছে বকলমের তারিখ
৫)
পোড়া চামড়া।উড়োজাহাজ ছিড়ে
আগমনী ঢেউ।চাকতিতে শুকনো রক্ত : শিলালিপি
৬)
আচমকা।নখের ডগায় ফসফরাস মোম : আচমকাই
আহত।যৌন শামুক বিশেষ : মেটামরফোসিস
৭)
খঞ্জর : ১টি মাত্রাহীন যৌন আবেদন মাত্র
তারও বেশী।গুহাদেওয়াল থেকে মরা চামড়ার খোল
৮)
ভার্টেক্স।আর ভার্টেক্স।মাঝে সামুদ্রিক শাঁখ
জেনেছিলাম : হারানো হার্পুনের গল্পে
৯)
নোঙরের আলাপ থেকে : মুঠোয় বারুদ
নুপুরের চ্যাটচ্যাটে অন্তর্বাস : প্রত্নতাত্ত্বিক শিবির
১০)
সিরিঞ্জ ভর্তি গা-ঘিনঘিনে কার্বোহাইড্রেট
চুষে নিলে : ফাইটোপ্ল্যাঙ্কটনের ইথার অহংকার
১১)
শুধুমাত্র : সঙ্গম করিনি
কালির আহতপনা।বেচে থাকার বড়ো সাধ এখনো