নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন
 ত্যাগ 


এক

ত্যাগ এক রাত্রে আমার সন্নিকটে
এসে বলেছিল : কী ফেলে আসলে ?
মেঘ হতে বৃষ্টি ঝরছিল সৌরভের
এক এক ফোঁটা বৃষ্টি
এক এক ধরনের মাছ হয়ে যাচ্ছে --

বাঁদরামিটা এসে গালে চুমু কাটে
চুমুর ওম ফাটিয়ে শুঁয়োপোকা
এক একটি ভালবাসার সৌধ•••

কী হতে পারত --- আর কী কী হবে ---
দুয়ের সমীকরণ মেলাতে
অংকটার  লোভ সামলাতে পারছিনা

ভোগ কখনও কী ত্যাগের বিছানা ছাড়ে --

দুই

ভোগ বিছানা ছেড়ে উঠে দাঁড়াল জানালায়
পুবের হাওয়াই  শির শির করে শিলা
রাত জেগে জেগে সমুদ্রে জাল ফেলি
হীরে, জহরত, পান্না, চুনী কত কী
ধীরব জাল কী চাই •••••

সোনালী মাছগুলো কেন ত্যাগ করবে
উঁকি মারা সামুদ্রিক জল

শব্দের ব্যঞ্জনা গায়ে জড়িয়ে
এক একটি কবিতার জন্ম বোধের সাহচর্যে--


তিন 

কী চাইছে নিশুতি সফেদ রাত
স্বপ্নের বুড়ি দুঃখের আকাশে
কষ্টের চাঁদে বসে চরকা কাটে

মেঘ বুঝি ত্যাগের গানগুলো গাইছে

ভো-কাট্টা ত্যাগ সুতো ছিঁড়ে
নীলাকাশে ডানা মেলে উড়ে
এক টুকরো ইচ্ছের বিরুদ্ধে •••

পারাবত মেঘ হামাগুড়ি দিচ্ছে
জোৎস্নার হিমেল দেওয়ালে

প্রত্যাশা উটপাখির মতোই
মাথা গুঁজে অস্তিত্ব খোঁজে --
উষ্ণ বায়ু ••• পশ্চিমা ঝড় ----

সব্যসাচী রাত আমার ত্যাগসমূহ ফিরিয়ে দে••••



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.