মন্দিরা ঘোষ
ঈশ্বর ও পরিবর্তিত লিঙ্গবোধ
দৃষ্টিপথে থমকে থাকা সময়ের স্থবিরতা
ঈশ্বরীয় করুণায় আলোর দুপুর
নারীকাব্যে ভালোবাসা বুনে রাখে
বারুদের কবরে ঘুমায় উদভ্রান্ত পৌরুষ
মরুবক ছায়া রাখে আগ্নেয়স্তুপে
অবজ্ঞার আগুনে ডুবে থাকে মর্মস্থান
পুরুষের নির্মোকে মানবীর দুঃখগুলি
ভাসা ভাসা ছায়ামেঘের নির্মাণ
ভোর হয় গৃহস্থালি কাজে মিশে যায়
যাবতীয় হৃদয়ের ভাঁজ
নারী হয়ে বেঁচে ওঠা তিমিরবিলাস
ঈশ্বর হবার মতন কঠিন হেঁয়ালি
তবু বারুদ শোনে না নির্ণীত বারণ
আহত শিশুর ক্রোধে ঘাড় গুঁজে দিন গোনে
এক নতুন বর্ণের ঝলকানি মুছে দেবে
গ্লানিময় সুধার পৌরুষ
মরুরথে ছুটে চলা অস্থির যৌনতায়
জ্যামিতিক প্রলাপ
না মানে সমাজ বিবর্ণ মুখের ক্লান্ত ছাপ
ধর্ম রাষ্ট্র ভাঙ্গনের নদী তীরে আর্তস্বর
তবু পাখির গান মেঘরোদ ঘাসফুলে ছায়ারাত
ভাবি এই বেশ জীবনের ঘোর
তোমার করুণার জলে ভেসে থাকা
সমুদ্রের মত কোন বিস্ময় হাত ধরে
অন্ধকার কুয়াশা বুদ্বুদে
অধিকার ছুঁয়ে থাকে শতাব্দীর কোন
গভীর মায়ার মৃত্যুস্বাদ
হেঁটে যায় অন্তহীন চেতনা বিবর
আজো বাঁচি ক্রমে ক্রমে বেঁচে উঠি
স্বেচ্ছায় সংঘবদ্ধ যন্ত্রণায় ...
দৃষ্টিপথে থমকে থাকা সময়ের স্থবিরতা
ঈশ্বরীয় করুণায় আলোর দুপুর
নারীকাব্যে ভালোবাসা বুনে রাখে
বারুদের কবরে ঘুমায় উদভ্রান্ত পৌরুষ
মরুবক ছায়া রাখে আগ্নেয়স্তুপে
অবজ্ঞার আগুনে ডুবে থাকে মর্মস্থান
পুরুষের নির্মোকে মানবীর দুঃখগুলি
ভাসা ভাসা ছায়ামেঘের নির্মাণ
ভোর হয় গৃহস্থালি কাজে মিশে যায়
যাবতীয় হৃদয়ের ভাঁজ
নারী হয়ে বেঁচে ওঠা তিমিরবিলাস
ঈশ্বর হবার মতন কঠিন হেঁয়ালি
তবু বারুদ শোনে না নির্ণীত বারণ
আহত শিশুর ক্রোধে ঘাড় গুঁজে দিন গোনে
এক নতুন বর্ণের ঝলকানি মুছে দেবে
গ্লানিময় সুধার পৌরুষ
মরুরথে ছুটে চলা অস্থির যৌনতায়
জ্যামিতিক প্রলাপ
না মানে সমাজ বিবর্ণ মুখের ক্লান্ত ছাপ
ধর্ম রাষ্ট্র ভাঙ্গনের নদী তীরে আর্তস্বর
তবু পাখির গান মেঘরোদ ঘাসফুলে ছায়ারাত
ভাবি এই বেশ জীবনের ঘোর
তোমার করুণার জলে ভেসে থাকা
সমুদ্রের মত কোন বিস্ময় হাত ধরে
অন্ধকার কুয়াশা বুদ্বুদে
অধিকার ছুঁয়ে থাকে শতাব্দীর কোন
গভীর মায়ার মৃত্যুস্বাদ
হেঁটে যায় অন্তহীন চেতনা বিবর
আজো বাঁচি ক্রমে ক্রমে বেঁচে উঠি
স্বেচ্ছায় সংঘবদ্ধ যন্ত্রণায় ...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন