এজীবন আর আমার নয়
বেঁচে আছি ছেঁড়া কাগজের ভিড়ে
উদাসী পাখি হয়ে হারিয়ে গেছি দূর নীলিমায় ।
তোমার দেওয়া অগ্ন্যুৎপাত
আজও জীবন্ত আগ্নেয়গিরীর মত
মনের গহীনকে তিল-তিল করে জ্বালিয়ে যাচ্ছে ।
বেঁচে নেই এক বিন্দুও প্রাণের কণা ।
ভস্মীভূত আজ ভালোবাসার পৃথিবী ।
চোখের সামনে দুঃস্বপ্নের মধ্যাহ্ন আকাশ ।
বুকের ভেতরেই কফিনবন্দী আমি
বিচ্ছিন্ন আলোর মাঝে
অন্ধকারে পূর্ণ চারিদিক ।
তবুও চেয়ে থাকি ওই শূন্যতার দিকে
নিভৃত চিত্তে,
একাকী নির্জনে ।