কৌশিক চক্রবর্ত্তী
নদী
প্রতিটি নদীর একটি গৌরবান্বিত অতীত আছে
আগুনের ক্ষাত্রধর্মের সাথে তা তুলনীয় নয়
সমস্ত ধর্মের বুক কখনো ভিজে ওঠে নদীর অস্ত্রবিদ্যায়
সকল স্থির উপবৃত্তের আদলে তৈরি হয় গতিপথ...
জঞ্জাল সাফ করতে করতেও কেউ কেউ অমরত্ব পায়
কারণ তাতে নদীটার কোন অবদান নেই... ভবিষ্যতেও থাকবে না...
প্রতি নদীর মোহনায় উর্বরতা পায় জমি
কখনো অগোচরে মিশে যায় বিপন্ন হেলেন কিলারের মৃত্যুশোক -
বহুদিন ধরে শোনা যায় এমন জনশ্রুতি!
তখনই আগুনের ভালোমন্দে ক্রমশ বীর হয়ে ওঠে যারা
তারাই বোধহয় কর্মের নদী...
ধর্মের নদী...
পুণ্যের নদী...
প্রতিটি নদীর একটি গৌরবান্বিত অতীত আছে
আগুনের ক্ষাত্রধর্মের সাথে তা তুলনীয় নয়
সমস্ত ধর্মের বুক কখনো ভিজে ওঠে নদীর অস্ত্রবিদ্যায়
সকল স্থির উপবৃত্তের আদলে তৈরি হয় গতিপথ...
জঞ্জাল সাফ করতে করতেও কেউ কেউ অমরত্ব পায়
কারণ তাতে নদীটার কোন অবদান নেই... ভবিষ্যতেও থাকবে না...
প্রতি নদীর মোহনায় উর্বরতা পায় জমি
কখনো অগোচরে মিশে যায় বিপন্ন হেলেন কিলারের মৃত্যুশোক -
বহুদিন ধরে শোনা যায় এমন জনশ্রুতি!
তখনই আগুনের ভালোমন্দে ক্রমশ বীর হয়ে ওঠে যারা
তারাই বোধহয় কর্মের নদী...
ধর্মের নদী...
পুণ্যের নদী...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন