হরিৎ বন্দ্যোপাধ্যায়

হরিৎ বন্দ্যোপাধ্যায়
 ভাই ভাই সব 

আমার আমার কেন করো
কিছুই নয়কো আমার,
হঠাৎ ডাকে যাবে চলে
প্রশ্ন নেইকো থামার ।
তার চেয়ে বরং কাছে টানো
কাছে দূরের সকল মানুষ,
জানবে এটাই পথের আলো
আর যা কিছু মিথ্যে ফানুস ।
একটুও নয় বেশি কমের
আমরা সবাই সমান সমান,
কাছে দূরে ভাই ভাই সব
হৃদয়খানাই বড় প্রমাণ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.