যাপনের অনিদ্রার রাত কাটিয়ে
বালিশে নালিশে যখন জেরবার
ভোরের বাতায়নে দখিনা বাতাসের ছোঁয়া লেগে সুখ তন্দ্রার আবির্ভাব
ঘাড়ের কাছে ঘন ঘন নিঃশ্বাসের উপলব্ধি হতেই চোখ মেলে দেখি
অচেনা অজানা কালো কোর্টের মালিক
আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমাকে নিয়ে চলল দূরে একটা কাচের গাড়ির দিকে
যতই চিৎকার করি কেউ ডাক শোনে না,ব্যর্থ আমি ছুটে চলি অনন্তের দিকে পরলোকে
ফেলে আসা স্মৃতি পিছুটানে আমাকে
বাঁধানো ছবির নেপথ্যে আমি এখনও তোমাদের ই একজন হয়ে বেঁচে আছি