তোমার নাম লিখে রেখেছি
বাগানের চেনা সবুজ গাছটার পাতায়।
তোমার দেওয়া গোলাপের পাঁপড়ি
সযত্নে তুলে রেখেছি
মন্দাক্রান্তা সেনের কবিতার পাতায়।
বৃষ্টি র ফোঁটায় ধরে রেখেছি
তোমার দেওয়া অজস্র অভিমান।
রামধনু রঙে রাঙিয়ে
সলাজে গায়ে মেখেছি তোমার অনুরাগ।
তোমার কাব্যে নিজেকে পরিয়েছি
তিয়াসের মেঘ রঙা শাড়ি।
তোমার সমাপ্তি থেকে শুরুর স্রোতে
আমি হয়েছি বানভাসি।
বৈরাগী একতারায় সুর মিলিয়ে
ভালোবাসা আজ বাসা গড়েছে
আপন হতে।
তোমাকে গড়েছি স্বপ্ন বাস্তবে
আলো আঁধারির প্রেক্ষাপটে।
চেনা পৃথিবীটায় তোমাকে রেখেছি
অন্য তুমির অন্তরালে।।