সাক্ষাৎকার
নিজেরই সাথে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে
বলে ফেলি কিছু না বলা কথা-
প্রশান্ত গোধূলিতে
আমি যেন এক চতুর্দশপদী কবিতা
যার ভেঙ্গে যাওয়া সব শব্দে,
বিলীয়মান ছন্দে
সামুদ্রিক উচ্ছ্বাস, তরল করে যায়
শেষ গাম্ভীর্যটুকু ...
পূর্ণিমার চাঁদ ঢেকে রাখে ঝড়ের পূর্বাভাস
তারপরের ক্ষণগুলি ডুবে যায় মঘায়-অশ্লেষায়।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন