সীমিতা মুখোপাধ্যায়

সীমিতা মুখোপাধ্যায়
 উৎসবের ঈশ্বরী 

এইট-বি ভাসছে তখন খুশির তুবড়িতে...

এইসব তাতাথৈ-এর মধ্যে
কাকে খুঁজছো, কফি-হাউসের বারান্দা?
আমার স্বপ্নগুলোকে কারা যেন ফানুসে উড়িয়েছে!

কিম্বা, যখন 'ওয়ার্ল্ড ভিউ' মুর্শিদাবাদী ঘরানায়-
"প্রেম কি ভিক্ষা মাঙ্গে ভিখারণ"

পয়সা নেই, মাসি...
তার অ-পুরুষ দুইহাত তুলে ধরে আমার মুখ
অমাবস্যার চাঁদের দিকে!
কী দেখছো অমন করে?

আমি তার কপালে তৃতীয়-চক্ষু দেখেছিলাম!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.