আগুন থেকে উৎসব খুঁজি অথবা জল থেকে
আবার মাটি থেকেও খুঁজতে পারি।
নখের আঁচড় আর শ্যাওলা ধরা বুকের বাঁধন আলগা করে খুঁজে চলেছি রঙিন দিন।
ছেঁড়া জামার মতো মেঘ ভাসিয়ে শরৎ আকাশ কি যেন খোঁজে তাতে দিন রাত ----
আমি আনমনা হয়ে একবার মাটি, একবার জল, একবার আগুন ছুঁতে চেষ্টা করি
তারপর আবার ফিরে আসি আমার বারান্দায়
সব উৎসব একদিন মোমবাতির মত ফু দিলে নিভে যায়, কিছুটা গা বেয়ে গড়িয়েও পড়ে -----
তোমার উৎব মাটিতে হোক বা জলে
কিংবা আগুনের নীল শিখায়
চোদ্দ বছর আগোছালো বিচার চলার পর তার যাবজ্জীবন সাজার শুনানি হয় -----