বিদ্যুৎ রাজগুরু
তোমার সমীপে
এক মুঠো রোদ ঘামে
নীরবে নির্জনে
না বলা কথা বাঁচে
তস্ত্র হরিণীর মনে।
গোধূলি বন স্বপ্ন বুনে একাকী
আলোর আড়ালে,
এক ফালি চাঁদ ঢেকেছে মুখ
মেঘেদের আঁচলে।
এ তল্লাটে ,পথ ভুলে রাতচোরা ঢুকেছে
আলোর ছায়াকে আঁধার ভেবে ধরেছে।
আলগোছে তখন ছুঁয়েছি তোমাকে
সুখের অন্তরীপে ,
চাঁদের মুখ দেখেছি ঘোরলাগা চোখে
তোমার সমীপে।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন