পলাশ কুমার পাল
কৌটোঘর
কৌটতে সুঁচ-সুতো ছিল
ছিল বোতাম একখানা,
হাতটা যখন এলো দ্বারে
সুতো বলে 'রঙ মেলে না!'
তারপরেতে রঙীন সুতোয়
বসল মেলা সেই দ্বারে,
সুঁচ উঠে কয় 'ক্ষমা করো,
আমি অচল এই ঘরে!'
সুঁচ এলো তাই রাশি রাশি
জামায় বোতাম চাই চাই!
বোতাম বলে 'আমি ভাঙা,
কী হবে গো এখন উপায়!'
হাতটি তখন রাগল ভীষণ
ছুঁড়ল তাদের বাহিরেতে,
কৌটোঘর ভাঙল কেবল
চীর ধরল না বন্ধুত্বে।
কৌটতে সুঁচ-সুতো ছিল
ছিল বোতাম একখানা,
হাতটা যখন এলো দ্বারে
সুতো বলে 'রঙ মেলে না!'
তারপরেতে রঙীন সুতোয়
বসল মেলা সেই দ্বারে,
সুঁচ উঠে কয় 'ক্ষমা করো,
আমি অচল এই ঘরে!'
সুঁচ এলো তাই রাশি রাশি
জামায় বোতাম চাই চাই!
বোতাম বলে 'আমি ভাঙা,
কী হবে গো এখন উপায়!'
হাতটি তখন রাগল ভীষণ
ছুঁড়ল তাদের বাহিরেতে,
কৌটোঘর ভাঙল কেবল
চীর ধরল না বন্ধুত্বে।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন