হরিৎ বন্দ্যোপাধ্যায়
ছড়ায় শরৎ
১
মাথার ওপর সুনীল আকাশ
সাদা মেঘের ভেলা,
রোদ বৃষ্টির লুকোচুরি
শরৎ দিনের খেলা ।
চলতে ফিরতে, কাজের ফাঁকে
একটু আকাশ দ্যাখো
আগমনী সঙ্গে নিয়ে
শরৎ আলো মাখো ।
২
নদীর ধারে কাশের মেলা
ঢেউ দিল, ঢেউ দিল
আকাশ জোড়া নীলের বানে
ফাঁক নেই একতিলও ।
শিউলি ফুল ছড়িয়ে এমন
মাটিতে আল্পনা,
নীল আকাশে ভাসবে এবার
স্বপ্ন কল্পনা ।
৩
ঢাকের সাথে যে ছেলেটা
কাঁসর বাজিয়ে যায়
বাবা মায়ের সাথে থাকে
বীরভূম, পুরুলিয়ায় ।
পেটের জ্বালায় সে এসেছে
তোমার আমার পাড়ায়
নেইকো জামা, নেইকো জুতো
কাঁসর হাতে দাঁড়ায় ।
৪
নীল আকাশে তাকিয়ে তোমার
মনটা তো খুব নাচছিল
শিউলিতলায় শিউলি ফুল আর
নদীর ধারে কাশ ছিল ।
শিউলি কাশের মধ্যে ডুবে
শরৎ চোখে ভাসছিলো
আগমনীর গানে গানে
শরৎ ঋতুর ডাক ছিল ।
৫
তোমার দেখি অনেক জামা
একটা নয় বিশটা
মেথর পাড়ার ছোট্ট বিনুর
হয়নিকো একটা
তোমার থেকে একটা জামা
দাও না বিনুর হাতে
বিশটা জামা একশ হয়ে
সাজবে তোমার হাতে ।
১
মাথার ওপর সুনীল আকাশ
সাদা মেঘের ভেলা,
রোদ বৃষ্টির লুকোচুরি
শরৎ দিনের খেলা ।
চলতে ফিরতে, কাজের ফাঁকে
একটু আকাশ দ্যাখো
আগমনী সঙ্গে নিয়ে
শরৎ আলো মাখো ।
২
নদীর ধারে কাশের মেলা
ঢেউ দিল, ঢেউ দিল
আকাশ জোড়া নীলের বানে
ফাঁক নেই একতিলও ।
শিউলি ফুল ছড়িয়ে এমন
মাটিতে আল্পনা,
নীল আকাশে ভাসবে এবার
স্বপ্ন কল্পনা ।
৩
ঢাকের সাথে যে ছেলেটা
কাঁসর বাজিয়ে যায়
বাবা মায়ের সাথে থাকে
বীরভূম, পুরুলিয়ায় ।
পেটের জ্বালায় সে এসেছে
তোমার আমার পাড়ায়
নেইকো জামা, নেইকো জুতো
কাঁসর হাতে দাঁড়ায় ।
৪
নীল আকাশে তাকিয়ে তোমার
মনটা তো খুব নাচছিল
শিউলিতলায় শিউলি ফুল আর
নদীর ধারে কাশ ছিল ।
শিউলি কাশের মধ্যে ডুবে
শরৎ চোখে ভাসছিলো
আগমনীর গানে গানে
শরৎ ঋতুর ডাক ছিল ।
৫
তোমার দেখি অনেক জামা
একটা নয় বিশটা
মেথর পাড়ার ছোট্ট বিনুর
হয়নিকো একটা
তোমার থেকে একটা জামা
দাও না বিনুর হাতে
বিশটা জামা একশ হয়ে
সাজবে তোমার হাতে ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন