Header Ads

Breaking News
recent

ঐশী দত্ত

ঐশী দত্ত
 পাহাড়ি ফুল 

আরও কিছু পাহাড়ি ফুল দেখে নেয় ঘোলাজলে,
পুরুষের অপূর্ব দৈহিক গড়ন
মারাত্মক নেশায়- রোদে ভেঙে যাওয়া

নারীর মুখের বৈশাখ;

পৃথিবীর কিছু মুখস্ত সংলাপ ভুলে
আরও কিছু পাহাড়ি ফুল মনে রাখে,
পিতৃত্বের হাকডাক বিব্রত ব্যয়িত সময়
আলোর কান্নায়- তৃষ্ণায় ভরপুর মাতৃত্ব,
প্রাণ জাগানো পৃথিবীর যাত্রাপথ;

আরও কিছু পাহাড়ি ফুল দেখে নেয়,
ছোট ছোট শিশুদের পরিপাটি স্নান
ভেতর ভেতর দুধভাত
স্কুল কলেজের সমস্ত সবুজ
প্রেমের শঙ্খে কে বাড়ে? কেই বা বাজায়?
পৃথিবীই বা পুড়ছে কার দীর্ঘশ্বাসে?

মানুষের পদক-খ্যতির সংসদ ছেড়ে আরও কিছু পাহাড়ি ফুল অন্যরকম চায়,
বৃদ্ধের সৌন্দর্যের নির্মল জলে শুদ্ধ হোক সবার মন
ভুদৃশ্যের গোপন গঙ্গায়- হোক অবসান

আদিবাসী নির্যাতন,
শিশুহত্যা ও ধর্ষণ
এখন সময় এসেছে
নারীশক্তি বোঝবার
জাগুক পুরুষ কর্তব্যবোধের জানালায়।


 সময় নাচন 

অমোঘ শোকে শুকনো পাতা মনন ছাড়া
ঠোঁট ছোঁয়ালে ধানের বাড়ি সবুজ হারা
মেয়ে বেলার নরম মাঠে দুঃখ যতই
শীতপুকুরে গল্প খোলে আঙুল ওই।

বিরতিহীন রোদের খেলা জানলা দিয়ে
খেয়াল করে কে ভেসে যায় নতুন নিয়ে
বলতো তুই লাল সবুজে কোন মুহূর্ত?
কোন বিকেলে মাঠ জেনেছে বালির শর্ত?

জেগে উঠার আশার ছায়া কেউ দেখে না
ঢেকুর তোলা দিনের বেলা  কেউ নড়ে না
এমনি করে সাঁঝের আগে মুখের ভাষা
নিঃস্ব হয়ে দেয় বাড়িয়ে ভয়ের পাশা।

জল নদীতে অসীম কালো বদলে গিয়ে
আবেগ ভরা সুখের ঘাটে চোখ জুড়িয়ে
গভীর ঋণে শান্তি প্রিয় দূর দেয়াল
ভালবাসায় আলোর পথে বাঁচে খেয়াল।

হাতছানিতে আসবে তুমি বুকের কাছে?
মনের যত গাঢ় আদর বাজুক ধাঁচে
এই শহরে কাগজ রেখে একটু লেখ
আসবে যারা সব হটিয়ে  তাদের দেখ।


 ভ্রম 

ভেসে গেলাম নৈঃশব্দের স্ফটিক হৃদে
তীক্ষ্ন দৃষ্টির তদন্তে
অনিঃশেষ জীবন নিরিবিলি,
যেন অবসন্ন ফেরার
একেক স্তম্ভ এড়িয়ে;
তুমি,
আলাদা কোন দুঃখের ধুলোমাটি নিয়েই
আমাকে জানাবে- চুম্বন অভ্যর্থনা।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.