শুভাশিস দাশ
জীবনমূখী
সূর্যের মুখোমুখি হতে কতটা প্রেম চাই
ক "আঁজলা জল দিলে শুদ্ধ হবে নষ্ট রাত
বিবর্ণ ক্যানভাসে অচেনা মুখ
মনে পড়ে ?
দুয়ারে দাঁড়ান একাদশী বোষ্টমী বলেছিল
রাধা অষ্টমীতে পুজো দিতে
আমাদের নিভে যাওয়া উনুনে আধ ফোটা ভাত দিয়ে ভিখিরি তাড়াই
কে কার কথা শোনে এই অবেলায়
সাধ হয় হিরন্ময় দিনের
বাকিটুকু তুলে রাখি ,ধরে নাও গোপনীয়তা
সূর্যের মুখোমুখি হতে কতটা প্রেম চাই
ক "আঁজলা জল দিলে শুদ্ধ হবে নষ্ট রাত
বিবর্ণ ক্যানভাসে অচেনা মুখ
মনে পড়ে ?
দুয়ারে দাঁড়ান একাদশী বোষ্টমী বলেছিল
রাধা অষ্টমীতে পুজো দিতে
আমাদের নিভে যাওয়া উনুনে আধ ফোটা ভাত দিয়ে ভিখিরি তাড়াই
কে কার কথা শোনে এই অবেলায়
সাধ হয় হিরন্ময় দিনের
বাকিটুকু তুলে রাখি ,ধরে নাও গোপনীয়তা
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন