অমরেশ বিশ্বাস
কেন?
দুই কামরার ঘর একখানা নীল আকাশের তলে
ব-দ্বীপ ঘিরে নদীর প্রবাহে সব ভেসে যায় জলে।
পূর্ণিমা রাতে চাঁদ পথ ভুলে আঙিনায় নেমে আসে
ভুলেই গিয়েছ দিয়েছিলে কথা সর্বদা রবে পাশে।
যাযাবর যত ক্যারাভান নিয়ে পার হয় মরুভুমি
আঁচল বিছায়ে সকল ক্লান্তি দূর করে দেবে তুমি।
বুকের ভিতর টেথিস সাগর হিমালয় করে ধারন
আগ্নেয়গিরি ফাটার সময়ে মানে না কোন বারণ।
ডুবুরী সাগরতলে অনায়াসে পায় মুক্তোর সন্ধান
জানতে পারেনি মানুষে মানুষে নেই কোন ব্যবধান।
সাত রং মিলে প্রিয় রামধনু হয় সে অতি চমৎকার
মানুষের রংয়ে মানুষের মনে কেন বিদ্বেষ ব্যবহার।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন