বিদ্যুৎ ভৌমিক
ভুতুমপুরের ভূতের মেলা
ঈশানকোনে সাঁঝবেলাতে দমকা হাওয়া বইছিল
মামদো ভূতের পিসশাশুড়ি কী যেন কী কইছিল
তাইনা শুনে পেতনী মাসি ঠ্যাং ছড়িয়ে জুড়লো হাসি
শ্যাওড়া গাছের পেতনী মাসি পেঁচার দিদির সই ছিল !
স্কন্দকাটার ভাগনী জামাই কাজকর্মে দিয়ে কামাই
হপ্তা শেষে ক্যাওড়া তলায় টপ্পা - গজল গাইছিল —
বিদঘুটে এক পোশাক পড়ে বিলকান্দার একানোড়ে
ভূতগুলোকে ধাপ্পা দিয়ে সাতশো মোহর চাইছিল !
রাত দুপুরে কি কারণে কান্ড কিসব ঘটছিল
কোত্থেকে এক উটকো ভূতের এই গ্রামেতেই ঢুকছিল —
ভূতের দোসর স্কন্দ নাকি , সবার চোখে দিয়ে ফাঁকি
সে নাকি তাঁর মিশর দেশের সুদান নাসের ভাইছিল !
তারায় ভরা চাঁদনী রাতে মামদো - পেঁচো হাসছিল
ভুতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাইছিল ****
ওই যে সেথায় নিঝুম রাতে, কেউ ছিলনা আমার সাথে
ওদের দেখে বাঁশের ঝাড়ে চোখের পাতা কাঁপছিল !
শেষ কালেতে পথের বাঁকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে
এক পা খোঁড়া ভূতের ঘোড়া আমার পিছু ছুটছিল —
গেল - গেল প্রাণ যে গেল , ভূতগুলো সব আমায় খেল
স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরের সূর্য উঠছিল !!
ঈশানকোনে সাঁঝবেলাতে দমকা হাওয়া বইছিল
মামদো ভূতের পিসশাশুড়ি কী যেন কী কইছিল
তাইনা শুনে পেতনী মাসি ঠ্যাং ছড়িয়ে জুড়লো হাসি
শ্যাওড়া গাছের পেতনী মাসি পেঁচার দিদির সই ছিল !
স্কন্দকাটার ভাগনী জামাই কাজকর্মে দিয়ে কামাই
হপ্তা শেষে ক্যাওড়া তলায় টপ্পা - গজল গাইছিল —
বিদঘুটে এক পোশাক পড়ে বিলকান্দার একানোড়ে
ভূতগুলোকে ধাপ্পা দিয়ে সাতশো মোহর চাইছিল !
রাত দুপুরে কি কারণে কান্ড কিসব ঘটছিল
কোত্থেকে এক উটকো ভূতের এই গ্রামেতেই ঢুকছিল —
ভূতের দোসর স্কন্দ নাকি , সবার চোখে দিয়ে ফাঁকি
সে নাকি তাঁর মিশর দেশের সুদান নাসের ভাইছিল !
তারায় ভরা চাঁদনী রাতে মামদো - পেঁচো হাসছিল
ভুতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাইছিল ****
ওই যে সেথায় নিঝুম রাতে, কেউ ছিলনা আমার সাথে
ওদের দেখে বাঁশের ঝাড়ে চোখের পাতা কাঁপছিল !
শেষ কালেতে পথের বাঁকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে
এক পা খোঁড়া ভূতের ঘোড়া আমার পিছু ছুটছিল —
গেল - গেল প্রাণ যে গেল , ভূতগুলো সব আমায় খেল
স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরের সূর্য উঠছিল !!
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন