মঙ্গলবার, সেপ্টেম্বর ০৫, ২০১৭
অমরজিৎ মন্ডল
sobdermichil | সেপ্টেম্বর ০৫, ২০১৭ |
অন লাইন
| মিছিলে স্বাগত
প্রতিবাদ নয়, আক্ষেপ
আর কত সইতে হবে এই অপমান ?
মানুষ গড়ার কারিগর আজ হয়েছে ম্রিয়মান ।
দিতে যদি না পারো দিও না কোন মান ।
সে বলে অন্যায়ভাবে কোরোনা অপমান ।
ঘেরাও আর বিক্ষোভেতে হয়েছি আজ অবহেলিত ।
এই ব্যাধীর জীবানু আজ রক্তে হয়েছে প্রোথিত ।
শিরায়-শিরায়, রক্তে-রক্তে মূল্যবোধের বিনষ্টি ।
সীমাহীন ঔদ্ধত্য আজ অশ্রদ্ধার সৃষ্টি ।
মাঝে মাঝে কিল ঘুষি, খেতে হচ্ছে লাথি ।
এ কোন বর্বরতা দেখছি, এতেই উন্নত জাতি ।
হিংস্র রক্তাক্ত চেহারাগুলো কেড়েছে হৃদয়ের ঐশ্বর্য্য ।
শঙ্কায় শঙ্কায় দিন কাটে , এটাই আজ আশ্চর্য্য ।
শিক্ষাই যদি জাতির মেরুদন্ড, শিক্ষক জাতির কি ?
সবই কিছু ঘটিয়ে দিলে , রাখলে বাকী আর কি ?
কথায় কথায় রক্ত চক্ষু , বানিয়েছ রণভূমি ।
কলুষিত হয়েছে আজ, শিক্ষক-ছাত্রের এই তীর্থভূমি ।
হিংসার আগুনে জ্বলে উঠেছে সমগ্র এই বিমান ।
এত কিছুর পরেও না'কি শিক্ষক জাতি মহান ?

