১।
আজ নতুন চাঁদের একটি স্লাইস আর তার দেহ থেকে ঝরে পড়া এক গ্লাস দুধ দিয়েই নাস্তা করবো। ভালো হেলথ্ এর সাথে ভালো প্রদর্শনিও হবে।
২।
কাদামাখা শিশুগুলো কোথায় ? বাহুবলি ঘাঘরা ডোরায় অজস্র ঘোড়া। এদের ক্ষুর পরিষ্কার করা প্রয়োজন।
৩।
এয়ারকন্ডিশনের জলে ছাতাটা বরফ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে উল্কা বৃষ্টি হবে।
ছায়া
১।
ছোট-বড় শহরে তোমাকে খুঁজছি ; স্টভ থেকে দুরে,যেখানে সেদ্ধ হচ্ছে ক্ষুধা।
খাবার টেবিল টপকিয়ে তোমাকে খুঁজছি।
অথচ, তুমি আর আমি পাশাপাশি হাঁটছি।
২।
'সাহারার' ফুসফুস ভূনা হচ্ছে।
খাবার টেবিলে
বারিধারা ক্ষেতের ল্যাটুস
নাইফ-ফর্কের ডগা থেকে
ঝরছে,ছোপ ছোপ লাল রং ভিটামিন।।