নিজের স্বাধীনতা
আকাশটা নীল হবে আরও,
হেঁটে যাবে সুদূরে তোমার আমার অহংকার পাশাপাশি ।
মুঠো হাতে থাকবে না সংশয়,
থাকবে না কোনও ধর্মের অজুহাতে জন্মানো রেষারেষি ।
গভীরে প্রাচীর হবে না কোনও,
ছোঁয়া যাবে অন্তরমহলের সমস্ত দৃশ্য যখন তখনই ।
দুটো পায়ে থাকবে না শিকল,
থাকবে না কোনও সীমানার শেষে একান্ত পদবী ।
আরও আরও শক্ত হবে মুঠো,
অন্যায়কে চিরে দিয়ে পোঁতা হবে জয়ের পতাকা ।
একটা দল হোক বা না হোক,
একা একাই কেড়ে নেবে সবাই নিজের স্বাধীনতা ।
আকাশটা নীল হবে আরও,
হেঁটে যাবে সুদূরে তোমার আমার অহংকার পাশাপাশি ।
মুঠো হাতে থাকবে না সংশয়,
থাকবে না কোনও ধর্মের অজুহাতে জন্মানো রেষারেষি ।
গভীরে প্রাচীর হবে না কোনও,
ছোঁয়া যাবে অন্তরমহলের সমস্ত দৃশ্য যখন তখনই ।
দুটো পায়ে থাকবে না শিকল,
থাকবে না কোনও সীমানার শেষে একান্ত পদবী ।
আরও আরও শক্ত হবে মুঠো,
অন্যায়কে চিরে দিয়ে পোঁতা হবে জয়ের পতাকা ।
একটা দল হোক বা না হোক,
একা একাই কেড়ে নেবে সবাই নিজের স্বাধীনতা ।
সুচিন্তিত মতামত দিন