স্বাধীনতা তবে কি তুমি শুধুই...
অপাপবিদ্ধ কিশোরীদের যোনিপথে
ফুটে ওঠে রোজই একশো আটটি করে রক্তপদ্ম
সুরক্ষা যেখানে এক বিশাল প্রশ্নচিহ্ন।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই নিগ্রহিত, নিপীড়িত!
মজুত শস্য ভাণ্ডার, তবু একই আস্তাকুরে
খাবারের সন্ধান করে মানুষে আর কুকুরে।
শস্যের জন্যই কারো সিন্দুকে কালো টাকা
আর কারো পেটে ক্ষুধা।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই নিরন্ন
আর কালোবাজারের ছত্রছায়া!
বৃদ্ধাশ্রমের ইটের পাঁজরে জমে থাকা
বৃদ্ধ, অশক্ত পিতামাতার দীর্ঘশ্বাস
নবভারতকে শোনায় তার বিদীর্ণ ইতিহাস
স্বাধীনতা তবে কি তুমি শুধুই দীর্ঘশ্বাসের ভার!
হম দো হমারে দো
বাকীদের জন্য দরজা তালাবন্ধ
শিকড় প্রোথিত করে দিতে বিমুখ আজকের প্রজন্ম।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই আত্মকেন্দ্রিকতায় স্থিতপ্রজ্ঞ!
স্মার্টফোনে মুখ ডুবিয়ে
ভার্চুয়েল রিলেশন রাখতে সবাই ব্যস্ত
কাছের মানুষগুলি অজানা দ্বীপের মত অবজ্ঞায় স্তব্ধ।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই অবহেলার পাত্র!
স্বাধীনতা তবে কি তুমি শুধুই নামে মাত্র স্বাধীনতা
লালকেল্লায় পত্ পত্ করে উড়ে যাওয়া তিরঙ্গা পতাকা!
অপাপবিদ্ধ কিশোরীদের যোনিপথে
ফুটে ওঠে রোজই একশো আটটি করে রক্তপদ্ম
সুরক্ষা যেখানে এক বিশাল প্রশ্নচিহ্ন।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই নিগ্রহিত, নিপীড়িত!
মজুত শস্য ভাণ্ডার, তবু একই আস্তাকুরে
খাবারের সন্ধান করে মানুষে আর কুকুরে।
শস্যের জন্যই কারো সিন্দুকে কালো টাকা
আর কারো পেটে ক্ষুধা।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই নিরন্ন
আর কালোবাজারের ছত্রছায়া!
বৃদ্ধাশ্রমের ইটের পাঁজরে জমে থাকা
বৃদ্ধ, অশক্ত পিতামাতার দীর্ঘশ্বাস
নবভারতকে শোনায় তার বিদীর্ণ ইতিহাস
স্বাধীনতা তবে কি তুমি শুধুই দীর্ঘশ্বাসের ভার!
হম দো হমারে দো
বাকীদের জন্য দরজা তালাবন্ধ
শিকড় প্রোথিত করে দিতে বিমুখ আজকের প্রজন্ম।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই আত্মকেন্দ্রিকতায় স্থিতপ্রজ্ঞ!
স্মার্টফোনে মুখ ডুবিয়ে
ভার্চুয়েল রিলেশন রাখতে সবাই ব্যস্ত
কাছের মানুষগুলি অজানা দ্বীপের মত অবজ্ঞায় স্তব্ধ।
স্বাধীনতা তবে কি তুমি শুধুই অবহেলার পাত্র!
স্বাধীনতা তবে কি তুমি শুধুই নামে মাত্র স্বাধীনতা
লালকেল্লায় পত্ পত্ করে উড়ে যাওয়া তিরঙ্গা পতাকা!
Tags:
কবিতা