সুমন কুমার সাহু

সুমন কুমার সাহু
 স্বাধীনতা তুমি 

স্বাধীনতা তুমি ভালবাসা সুস্পষ্ট নয়নের মনি
পৃথিবীর বুকে বসবাস শক্ত গৃহের ভূমি,
তাই ভালবাসি সোচ্চারে বলি কন্ঠে মাতৃভাষা
মানুষেরে নিয়ে মানুষের তরে দূরদীগন্ত আশা;
আশা স্বপ্নের দুহাত মিলে বক্ষে ধারন করি
দুক-পুক হৃদয়ের মাঝে বাঁচে স্বাধীনতা তুমি ।

প্রকৃতির কোলে মানুষের মাঝে সমানাধিকার
বাঁচার অধিকারে প্রিয় স্বাধীনতা তুমি সব্বার ।
শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির ভাষা স্বাধীনতা
গড়ে তোলো মনে ভাতৃত্বের চেতনা।
ভেঙে দাও মনে শত বেড়াজাল হিংসার
আমি তুমি সে মিলেমিশে একাকার
সব শোষনের রক্ত নখর দুমড়ে মুচড়ে ভাঙো
বৈষম্যের ঘৃন্য নেশা হৃদয় দিয়ে কাটো ।

মুক্ত আকাশে... আকাশকে ভালবেসে-
গড়েছি আকাশ হৃদ মাঝারে
জানি স্বাধীনতা তুমি ঐ আকাশের মত,
সোনালী রশ্মি ধরে চিনেছি সূর্য্য কিরণে  ।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.