মৌতাত-
রুদ্ধদুয়ার খুললে বলেই
সব কাজে আজ ছুটি
না জানা সন্ধিতে তাই
অবাধ্যে লুটোপুটি
আবার কিছু বেহাগ মিলে
সাত সুরে মৌতাত
জ্যোৎস্না রাতে স্বজন যখন
মন্দতে সহজাত
সবই আজ বিকেল কথা
ফেলে আসা তিথি
সময়বুঝে হঠাৎ পড়া
পুরোনো সব চিঠি
চিকুর ছিল চোখের রং
মৃদু বিকেল আলোয়
যা গেছে তা যাক
শেষ হোক তা ভালোয়।
জখম—
না বলা কথা,নিজস্বতা
না বলেই আসা ঘুম
না বলা বাতাসে,দীর্ঘ দুপূর
বেশ লাগে নিঃঝুম
না বলেই দেখা,হঠাৎ তুমি
একটু অন্যরকম
না করেছি কই?আবার এসো
যত্নে রেখেছি জখম।
রুদ্ধদুয়ার খুললে বলেই
সব কাজে আজ ছুটি
না জানা সন্ধিতে তাই
অবাধ্যে লুটোপুটি
আবার কিছু বেহাগ মিলে
সাত সুরে মৌতাত
জ্যোৎস্না রাতে স্বজন যখন
মন্দতে সহজাত
সবই আজ বিকেল কথা
ফেলে আসা তিথি
সময়বুঝে হঠাৎ পড়া
পুরোনো সব চিঠি
চিকুর ছিল চোখের রং
মৃদু বিকেল আলোয়
যা গেছে তা যাক
শেষ হোক তা ভালোয়।
জখম—
না বলা কথা,নিজস্বতা
না বলেই আসা ঘুম
না বলা বাতাসে,দীর্ঘ দুপূর
বেশ লাগে নিঃঝুম
না বলেই দেখা,হঠাৎ তুমি
একটু অন্যরকম
না করেছি কই?আবার এসো
যত্নে রেখেছি জখম।