
ফস্কা গেরোর..আঠারো
আঠারোর বুকে দূরন্ত ঘূর্ণিপাক
শোণিত স্রোতে স্বাধীন ইচ্ছেডানা
চোখের কোণে স্বপ্ন ভাসে অবাক
অনাবিল আকাশ পুর্ণ সম্ভাবনা --
শেকল ভাঙা গানে কুচকাওয়াজ
সংস্কারের কু সরিয়ে আলো
আঠারোই পারে বদলে দিতে সমাজ
ওরাই বাঁচায় মন্দের মাঝে ভালো
আঠারো বছর নির্ভীক পথে হাঁটে
হিসেব কষে না লাভ লোকসান খাতা
অবুঝ রাজা দিলখোলা রাজপাটে
আঠারোই জানে আরাধ্য স্বাধীনতা--
আঠারোর বুকে দূরন্ত ঘূর্ণিপাক
শোণিত স্রোতে স্বাধীন ইচ্ছেডানা
চোখের কোণে স্বপ্ন ভাসে অবাক
অনাবিল আকাশ পুর্ণ সম্ভাবনা --
শেকল ভাঙা গানে কুচকাওয়াজ
সংস্কারের কু সরিয়ে আলো
আঠারোই পারে বদলে দিতে সমাজ
ওরাই বাঁচায় মন্দের মাঝে ভালো
আঠারো বছর নির্ভীক পথে হাঁটে
হিসেব কষে না লাভ লোকসান খাতা
অবুঝ রাজা দিলখোলা রাজপাটে
আঠারোই জানে আরাধ্য স্বাধীনতা--
সুচিন্তিত মতামত দিন