Header Ads

Breaking News
recent

সিলভিয়া ঘোষ

তুমি এলে তাই ........
কাজল কালো মেঘে ভরা শ্রাবণের শেষে উদাসী নীল আকাশে পেঁজা পেঁজা মেঘের আনাগোনা, ছাদ বাগানের নয়নতারায় রঙবেরঙের প্রজাপতির ডানা মেলে বসে মধু খাওয়া, পারিজাতেদের দু একটা আগমনে ছাদ বাগানের নেশা লাগা, একটানা বর্ষায় শ্যাওলা ধরা গাছগাছালি, রাস্তাঘাট, টবের গায়ে পাতলা সবুজের আস্তরণ ভেদ করে ফুটে যে অনাবিল হাসি তাতে জানান দেয় তুমি আসছো......

মরা নদীর চড়া ঢেকে গিয়ে জলাভূমির দুপাশ দিয়ে কাশ ফুলের মাথা নেড়ে সম্মতি তার সঙ্গত দেয়...... 

ঘুমন্ত দুপুর গুলো এলোমেলো করে দেয় অসময়ের বৌ নাচানোর বৃষ্টি....

খানিকটা হতভম্বের মতোন দাঁড়িয়ে দেখি সামনের ঝিলে তখনও প্রতিযোগিতা চলছে দুটি ভাবী সম্ভাবনার....ওদের অধ্যাবসায় আছে, খিদের জ্বলাকে চিনে গেছে এ বয়সে...... তাই দৌড়ে বেড়ায় মিড ডে মিলের আশায় এক অঙ্গনওয়াড়ি থেকে আর এক প্রাইমারী.....  

সত্তর বছরের ইতিহাস ওদের আজও অজানা , দুটো বিস্কুট, একটা লজেন্স এই তো ওদের হাসির ঠিকানা........ 

হয়ত খিদের দৌড়ে পৌঁছে যাবে কোনদিন অলিম্পিক কিম্বা ম্যারাথনে, মৃত্যু ভয়কে তুচ্ছ করে পৌঁছে যাবে এভারেস্ট কিম্বা সিয়াচেনের জোয়ান হতে.... হাতে থাকবে দেশের তিরঙ্গা.... তখনও অজানাই থাকবে তিরাঙ্গার আসল ইতিহাস.....

স্বাধীনতা তুমি এলে, সাজ সাজ রব করে, অনেক অনেক প্রতিশ্রুতি নিয়ে..... নিয়ে গেলে কিছু প্রয়োজনী রক্ত কে, রেখে গেলে একশ ত্রিশ কোটি স্বাধীন দেশবাসী কে...... যাদের বেশীর ভাগের কাছেই স্বাধীনতা মানেই ফুটবল খেলা, রক্তদান, পতাকা তোলা এর বাইরে তোমাকে জানলো কোথায়??? 





Blogger দ্বারা পরিচালিত.