পরাধীন জানালার কবিতা
ঝুলন্ত অবরোধ সরাও,তীব্র ধাক্কা তৈরি করো
কান থেকে মুক্ত করো দোদুল দুলন্ত দুটি দুল,
লোহার ফুলের গ্রিলে নব আভরণ সেটে দাও
গলাবন্ধ বোতামে আমার রাখো উন্মনা আঙুল
আমাকে শুধু মাধ্যম ভাবো,ভাবো আদেশমান্যতা;
প্রয়োগে প্রয়োগে অবিরল করো শুধু ব্যবহার,
হতে হতে করতলে ভরে দিই ত্যাগের ফসল
তোমার স্বস্তির টবে ভারে নুয়ে পড়ে কুন্দ-ঝাড়।
আমার বরাদ্দ তবু ঘ্রাণবঞ্চনার ফাঁকা থালা
চোরাকুঠুরির মতো এক সুনিপুণ দমবন্ধ,
ক্রীতদাসের তকমা না দিয়েও ভারী এক জ্বালা
পরিয়ে দিয়েছ পায়ে,পেটে ছড়িয়েছ অরন্ধন...
স্বাধীনতা-খেকো পর্দা ছিঁড়ে করে দাও কুটিপাটি
তোমাকে মাধ্যম করে,বড় সাধ,বাড়িময় হাঁটি...
ঝুলন্ত অবরোধ সরাও,তীব্র ধাক্কা তৈরি করো
কান থেকে মুক্ত করো দোদুল দুলন্ত দুটি দুল,
লোহার ফুলের গ্রিলে নব আভরণ সেটে দাও
গলাবন্ধ বোতামে আমার রাখো উন্মনা আঙুল
আমাকে শুধু মাধ্যম ভাবো,ভাবো আদেশমান্যতা;
প্রয়োগে প্রয়োগে অবিরল করো শুধু ব্যবহার,
হতে হতে করতলে ভরে দিই ত্যাগের ফসল
তোমার স্বস্তির টবে ভারে নুয়ে পড়ে কুন্দ-ঝাড়।
আমার বরাদ্দ তবু ঘ্রাণবঞ্চনার ফাঁকা থালা
চোরাকুঠুরির মতো এক সুনিপুণ দমবন্ধ,
ক্রীতদাসের তকমা না দিয়েও ভারী এক জ্বালা
পরিয়ে দিয়েছ পায়ে,পেটে ছড়িয়েছ অরন্ধন...
স্বাধীনতা-খেকো পর্দা ছিঁড়ে করে দাও কুটিপাটি
তোমাকে মাধ্যম করে,বড় সাধ,বাড়িময় হাঁটি...
Tags:
কবিতা