কোয়েলী ঘোষ
নেতাজীর প্রতি
সূর্যের মত প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছ তুমি
মস্ত বড় এক গ্রাসে ঢুকে যাচ্ছে ভোগবাদী পৃথিবী
লোভ ,লালসা ,স্বার্থ ,দুর্নীতি ...
তবু রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে তুমি ।
সেই পথে মশাল জ্বালায় কেউ ,
শ্লোগানে হাঁটে প্রতিবাদ মিছিল ...
দৃঢ়পণ ,এ ভারত হবে স্বর্গ ভুমি ।
নেতাজী , নেতৃত্ব দিয়ে চলেছ তুমি অলক্ষ্যে ।
সূর্যের মত প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছ তুমি
মস্ত বড় এক গ্রাসে ঢুকে যাচ্ছে ভোগবাদী পৃথিবী
লোভ ,লালসা ,স্বার্থ ,দুর্নীতি ...
তবু রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে তুমি ।
সেই পথে মশাল জ্বালায় কেউ ,
শ্লোগানে হাঁটে প্রতিবাদ মিছিল ...
দৃঢ়পণ ,এ ভারত হবে স্বর্গ ভুমি ।
নেতাজী , নেতৃত্ব দিয়ে চলেছ তুমি অলক্ষ্যে ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন