ব্রেকআপ
বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০১৭
কাজল দাস
sobdermichil | আগস্ট ৩১, ২০১৭ |
গদ্য কবিতা
| মিছিলে স্বাগত
ব্রেকআপ
লবণ আর হ্রদ মিশে তুমি রাজপ্রতিম শ্রী শহরের মেগা হান্ট। তুমি ঘরবাদী। সমস্ত রঙের স্কলার হয়ে এই ডানা ডানা রির্জাভ ঠোঁটের নীল নীল ছাতা। আমি দূর থেকে দেখি আপ্রাণ ফলের চেহেরা। সেকি দারুউউউন... সেকি শ্বাস আর হুক মিশে তুমি আরো হৃদয় হয়ে ওঠছো মেট্রো মেট্রো গন্ধে। চলো তোমায়, এবার এই চোখ থেকে ঐ রেস্টুরেন্ট ফিরিয়ে দিই। চলো শুনিয়ে দিই, দামাল ছেলের আমলকি পূর্নিমায় এখনো আএেয়ী লেগে থাকা গা এবং সেফটিপিন লাগানো এই হাত, এই রিং, এই ভাসমান বিকেলের উট, এই বাড়াবাড়ি নড়ে ওঠার ক্লিপ ছিঁড়ে যাওয়া বহুবার অথবা রঙ থেকে মিনিটের দল আজীবন বাজি রেখে রিস্ক খেলে যাওয়া আনমনা। প্রতিটি সকালেরতীব্রতায়।
তোমার প্রথম চাহনি দেখবে বলে.....
দেখাশোনার পরিভাষার যে শব্দ থেকে তুমি গড়িয়ে যাচ্ছো....যে সমষ্টি বরাবর উচ্চারণের চিৎ হয়ে থাকা ব্রেকআপের কষ্ট আর মফঃস্বল । কিংবা আলো ভেঙ্গে যাচ্ছে বার বার সংকেত আর ছিটকানিতে... যেভাবে ফসলের হাতছানিরা ফলস্ করে তুলছে দিনের পর দিন। সে কি আড়ম্বনা... সেকি অহংকারের হাতমোজা....তুমি তো এমন হওনি কখনো সিলপ্যাক খোলার পর। কখনো এমন হতে হতে চলে যাবে অন্য হাতের ব্ল্যাকটিকিটে....
এ আমি ভাবতেও পারিনি
দীর্ঘ
ব্রেকআপের
তোমাকে.........

