Header Ads

Breaking News
recent

ইন্দ্রাণী সরকার

ইন্দ্রাণী সরকার
 শৃঙ্খলতা থেকে মুক্তি 

আমি কবিতা কখনো লিখি নি
শুধু তাকে হাত বদল হতে দেখেছি
যেন এই অন্ধ পৃথিবীতে সে মৃত।

তাকে বাঁচাতে উদ্ভ্রান্ত ছুটে যাই
ধূসর সভ্যতা থেকে আলোকিত উত্তরণে
নবজাগরণের মত সে একদিন
আমার বিস্মিত চোখ খুলে দিয়ে যাবে।

সেই আশায় হাতে ভরসার শব্দ মুঠি করে
পাতায় পাতায় লিখি তার আগমনী
নতুন দিনে নতুন আশার পদধ্বনি।

এই নির্দয় পৃথিবীর বাগিচায় নিয়মিত
কবিতাকে পদদলিত হতে দেখেছি
ভুলুন্ঠিত কবিতার চোখে জলের বর্ষা
যতবার তাকে আগলাতে গেছি
ততবার সে ছিটকে পড়েছে এদিক ওদিক।

এখন সেই শুভ দিনের অপেক্ষায় আছি
যখন কবিতাকে দেব শৃঙ্খলতা থেকে মুক্তি
সমস্ত মানুষের মনে খোদিত করে যাব
এক অপূর্ব ঐশ্বর্য  ঐশ্বর্যশালী কবিতা
যার নাম শান্তির দূত বহনকারী "স্বাধীনতা "।


Blogger দ্বারা পরিচালিত.