বস্তি মানুষ ------ স্বপ্নে সাদা ভাত
বিচারসভায় হাজির কালো হাত
তা ধিন্ , তা ধিন্
আমরা স্বাধীন !
শিশুর কাঁধে পরিশ্রমের বোঝা
আয়ের পথ এখনও নয়কো সোজা
তা ধিন্ , তা ধিন্
আমরা স্বাধীন !
কাজের টাকা মন্ত্রী খেয়ে ফেলে
উপরি পেলে কাজের হাত খোলে
তা ধিন্ , তা ধিন্
আমরা স্বাধীন !
উচিত কথা বলতে যদি যাও
জেলের ভাত মাথায় রেখে দাও
তা ধিন্ , তা ধিন্
আমরা স্বাধীন !
মঞ্চ বেঁধে নেতার কথার পাহাড়
অনেক মানুষ পায় নি আজও আহার
তা ধিন্ , তা ধিন্
আমরা স্বাধীন !