অনিরুদ্ধ দাস

অনিরুদ্ধ দাস
 কাঁচের চুড়ি 

রাত্রির ক্লোরোফিল ভাঙ্গলে -
বুকে সারস আসে,
সন্ধ্যার গায়ে লক্ষীপেঁচা নেই
চামচিকে ওড়ে...

জানালায় ---মুছে যাওয়া দিন
ভাটিয়ালি সুরে বয় -
আকাশ-গাঙে ভিজে...

কাঁচের চুড়ির নীচে -
পাখপাখালি থাকে,
বেদনা বিধুর গন্ধ মেখে...
চার আনা নেই
যোলো আনার গন্ধে ভাসি...

শূন্যতা বুকে না থাকলে ---
ভালোবাসতে নেই,
সসীম অসীমের কণা মাত্র
বুক বরাবর ভিজে যায়...


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন