স্বাধীনতা
স্বাধীনতা,
তুমি এসেছ বলে
আমার মা পেয়েছে মুক্তির স্বাদ।
তোমার জন্য ঝরেছে কত তাজা রক্ত,
তোমার জন্য পেরিয়ে এসেছি সহস্র বিপত্তির বাঁধ।
তুমি তো জানো , ইংরেজ শাসন পাষাণ সম শক্ত।
স্বাধীনতা,
তুমি এসেছ বলে
আমার মা নিতে পেরেছে মুক্তির শ্বাস।
তোমার জন্য মায়ের কত দামাল ছেলে গলায় পরেছে ফাঁস।
তোমার জন্য স্বদেশ আমার রক্ত সাগর,
ব্রিটিশের লুটতরাজে শ্যামল উর্বর মাতৃভূমি, মরু তুল্য ক্ষেত্র ঊষর।
স্বাধীনতা
তুমি আমার চরম চাওয়া,
এসেছ তুমি ভারত আকাশে নবীন সূর্য রূপে।
বেদনা ভুলেছি, সুখের সোপান গড়েছি লাখো শোকের বুকে।
স্বাধীনতা,
তুমি এসেছ, তবু ও বিপন্ন আমার মা।
থাবা উঁচিয়ে আছে ঘন কালো মেঘ, এখনো কাটেনি অশিক্ষার অমানিশার অন্ধকার,
ফোটেনি নিরন্ন মুখে হাসি, মেলেনি সুস্থ দিন যাপনের অধিকার।
স্বাধীনতা,
তুমি আমার চরম চাওয়া, জানি না কবে ঘটবে আমার পরম পাওয়া?
স্বাধীনতা,
তুমি এসেছ বলে
আমার মা পেয়েছে মুক্তির স্বাদ।
তোমার জন্য ঝরেছে কত তাজা রক্ত,
তোমার জন্য পেরিয়ে এসেছি সহস্র বিপত্তির বাঁধ।
তুমি তো জানো , ইংরেজ শাসন পাষাণ সম শক্ত।
স্বাধীনতা,
তুমি এসেছ বলে
আমার মা নিতে পেরেছে মুক্তির শ্বাস।
তোমার জন্য মায়ের কত দামাল ছেলে গলায় পরেছে ফাঁস।
তোমার জন্য স্বদেশ আমার রক্ত সাগর,
ব্রিটিশের লুটতরাজে শ্যামল উর্বর মাতৃভূমি, মরু তুল্য ক্ষেত্র ঊষর।
স্বাধীনতা
তুমি আমার চরম চাওয়া,
এসেছ তুমি ভারত আকাশে নবীন সূর্য রূপে।
বেদনা ভুলেছি, সুখের সোপান গড়েছি লাখো শোকের বুকে।
স্বাধীনতা,
তুমি এসেছ, তবু ও বিপন্ন আমার মা।
থাবা উঁচিয়ে আছে ঘন কালো মেঘ, এখনো কাটেনি অশিক্ষার অমানিশার অন্ধকার,
ফোটেনি নিরন্ন মুখে হাসি, মেলেনি সুস্থ দিন যাপনের অধিকার।
স্বাধীনতা,
তুমি আমার চরম চাওয়া, জানি না কবে ঘটবে আমার পরম পাওয়া?
Tags:
কবিতা