লহ প্রণাম
মুক্তি সংগ্রামের নতুন অধ্যায়,
তোমায় দিয়ে শুরু ।
হে! দুঃসাধ্যের সাধক,
তুমি বিপ্লববাদের গুরু ।
স্বাধীনতার জলন্ত মশাল,
এলো তোমার হাত ধরে ।
তোমায় দেখে ইংরেজ সরকার,
উঠল নড়ে চড়ে ।
আপশে স্বাধীনতা আসবে না,
দিলে তুমি স্লোগান ।
" কদম কদম বাড়ায়ে যা",
গাইলে স্বাধীনতার গান ।
আবেগদ্বীপ্ত কন্ঠে বললে তুমি,
অস্ত্র এবার ধর ।
অহিংসা নয় , উদারতা নয়,
এবার শক্তি প্রয়োগ করো ।
দেশের স্বাধীনতায় তোমার অবদান,
সবার আছে জানা ।
হে! বীর সংগ্রামী তুমি না থাকলে,
দেশ যে স্বাধীন হত না ।
পরাধীন ভারতের অগ্নি সন্তান ,
সুভাষ তোমার নাম ।
মুক্তি পথের হে! অগ্রদূত ,
লহ শতকোটি প্রণাম ।।
মুক্তি সংগ্রামের নতুন অধ্যায়,
তোমায় দিয়ে শুরু ।
হে! দুঃসাধ্যের সাধক,
তুমি বিপ্লববাদের গুরু ।
স্বাধীনতার জলন্ত মশাল,
এলো তোমার হাত ধরে ।
তোমায় দেখে ইংরেজ সরকার,
উঠল নড়ে চড়ে ।
আপশে স্বাধীনতা আসবে না,
দিলে তুমি স্লোগান ।
" কদম কদম বাড়ায়ে যা",
গাইলে স্বাধীনতার গান ।
আবেগদ্বীপ্ত কন্ঠে বললে তুমি,
অস্ত্র এবার ধর ।
অহিংসা নয় , উদারতা নয়,
এবার শক্তি প্রয়োগ করো ।
দেশের স্বাধীনতায় তোমার অবদান,
সবার আছে জানা ।
হে! বীর সংগ্রামী তুমি না থাকলে,
দেশ যে স্বাধীন হত না ।
পরাধীন ভারতের অগ্নি সন্তান ,
সুভাষ তোমার নাম ।
মুক্তি পথের হে! অগ্রদূত ,
লহ শতকোটি প্রণাম ।।
Tags:
কবিতা