মুগ্ধ চাষি
সময় এলে আকাশ জুড়ে বৃষ্টি যখন
আমি তখন একরোখা এক নবীন কৃষক,
তপ্ত যাপন ছাতায় মুড়ে সরিয়ে রেখে
ভিজতে ভিজতে অমোঘ টানে জমির জলে।
বজ্রপাতের তীব্র কাঁপন সহ্য করে
আমি তখন হাল বওয়াতেই তৃপ্তি খুঁজি
লাঙল ফলায় নরম মাটি এফোঁড় ওফোঁড়
ভিজে বাতাস মখমলি সেই স্পর্শ মাখে।
প্রাণের চাওয়া কোন সময়ে কোন বাঁকে যায়
বৃষ্টিলিপি যে লিখেছে সেও কি জানে!
তাই বলে কার একনদী জল তৃষ্ণা ছিল
তাও বুঝিনা এমন তো নই মূর্খ আকাট!
সময় এলে আমিও তখন মুগ্ধ চাষি
জল ছল ছল বীজতলাতে হাঁটু ডোবাই,
হাতের মুঠোয় আষাঢ় শ্রাবণ সজলধারা
স্বপ্ন চারা রোপণ করি তৈরি কাদায়।
সময় এলে আকাশ জুড়ে বৃষ্টি যখন
আমি তখন একরোখা এক নবীন কৃষক,
তপ্ত যাপন ছাতায় মুড়ে সরিয়ে রেখে
ভিজতে ভিজতে অমোঘ টানে জমির জলে।
বজ্রপাতের তীব্র কাঁপন সহ্য করে
আমি তখন হাল বওয়াতেই তৃপ্তি খুঁজি
লাঙল ফলায় নরম মাটি এফোঁড় ওফোঁড়
ভিজে বাতাস মখমলি সেই স্পর্শ মাখে।
প্রাণের চাওয়া কোন সময়ে কোন বাঁকে যায়
বৃষ্টিলিপি যে লিখেছে সেও কি জানে!
তাই বলে কার একনদী জল তৃষ্ণা ছিল
তাও বুঝিনা এমন তো নই মূর্খ আকাট!
সময় এলে আমিও তখন মুগ্ধ চাষি
জল ছল ছল বীজতলাতে হাঁটু ডোবাই,
হাতের মুঠোয় আষাঢ় শ্রাবণ সজলধারা
স্বপ্ন চারা রোপণ করি তৈরি কাদায়।
Tags:
কবিতা