শ্রাবণ এল
আষাঢ় গেল শ্রাবণ এল,
মেঘ এল তার সঙ্গে
মেঘে মেঘে বৃষ্টি ঝরায়
এপার-ওপার বঙ্গে ।
দুপারেতেই জুঁই করবী--
একই ফুলের গন্ধ
ব'য়ে বেড়ায় শ্রাবণ-বাতাস
একই মনের ছন্দ ।
ওপারেতে পদ্মানদী
এপারেতে গঙ্গা
বানের জলে ভেসে গেল
ভাগাভাগির সংজ্ঞা ।
সুকুমার পাল
Reviewed by
sobdermichil
on
জুলাই ৩১, ২০১৭
Rating:
5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন