শ্রীলেখা মুখার্জ্জী
'বৃষ্টিনেশা ধরা সন্ধ্যাবেলা'
দুই বিনুনীর শাঁওনবেলায়
নিজেকে মেঘ ভেবেছিলাম
আকাশ চোখের বন্দীশালায়--
দূর্বা ঘাসের চওড়া বুকে
ঝরে পড়ার তাগিদ ছিলো
শিহরণের স্পর্শ সুখে
এমন অঝোর জল-বিলাসে
ভিজেছিলাম মেঘ মিছিলে
অন্যরকম অনভ্যাসে...
আষাঢ় সন্ধ্যা এলোচুলে
মিনিবাসের জানলা সীটে
আচম্বিতে চোখ ফেরালে...
ভেনিস সেদিন রাস্তাঘাট
গন্ডোলার কল্পবিলাস
ছাতার নীচেই রাজ্যপাট
বজ্রপাতের একঝলক
আষাঢ়িয়া আগুন আঁচে
ভিজে হাওয়া সংক্রামক
সোঁদা-গন্ধ মৌসুমী দিন
কুঁড়ি ফোটা মেয়েবেলা
মুহূর্তের থমাকানো ঋণ----
দুই বিনুনীর শাঁওনবেলায়
নিজেকে মেঘ ভেবেছিলাম
আকাশ চোখের বন্দীশালায়--
দূর্বা ঘাসের চওড়া বুকে
ঝরে পড়ার তাগিদ ছিলো
শিহরণের স্পর্শ সুখে
এমন অঝোর জল-বিলাসে
ভিজেছিলাম মেঘ মিছিলে
অন্যরকম অনভ্যাসে...
আষাঢ় সন্ধ্যা এলোচুলে
মিনিবাসের জানলা সীটে
আচম্বিতে চোখ ফেরালে...
ভেনিস সেদিন রাস্তাঘাট
গন্ডোলার কল্পবিলাস
ছাতার নীচেই রাজ্যপাট
বজ্রপাতের একঝলক
আষাঢ়িয়া আগুন আঁচে
ভিজে হাওয়া সংক্রামক
সোঁদা-গন্ধ মৌসুমী দিন
কুঁড়ি ফোটা মেয়েবেলা
মুহূর্তের থমাকানো ঋণ----
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন