Header Ads

Breaking News
recent

সোমনাথ গুহ

সোমনাথ গুহ
 মূর্তি নদীর ধারে  

পড়ন্ত মেঘলা বিকেলবেলায় আমি একা
মূর্তি নদীর ধারে গাছ হয়ে দাঁড়িয়ে আছি
দুহাত জড়ানো দুটো জারুলের নীচে।
হঠাৎ বৃষ্টি এলো পুরনো বন্ধুর মতো
ইলশেগুঁড়ি আড্ডা জমল সমস্ত দৃশ্যপটে।
কতগুলি ছেলে গামছা গায়ে নেমেছিল
নদীর বুকে চলছে তাদেরই বৃষ্টি ভেজার খেলা।
ওপারে ঘাসের জঙ্গলে যেখানে সরু হয়ে গেছে পথ
সে  পথের ভেজা গন্ধও বাতাসে ভাসছে এখন।
স্রোতের মতো সন্ধ্যা নেমে আসে এরপর
বৃষ্টি প্রদীপ হাতে এই নিভৃত সন্ধ্যায় আমি একা
মূর্তি নদীর ধারে গাছ হয়ে দাঁড়িয়ে থাকি।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.