আপনাকে বলছি
আপনি ভুল করছেন স্যার
একটি শব্দও খরচ করিনি ঝঞ্ঝাবর্তে
পাশাপাশি হেঁটেছি
কথা বলার সময় চোখের পলক ফেলিনি
আপনার বহুগামী পছন্দের বদলি আমারও নানাবিধ বিচলন
পারিনা জাতীয় কিছু অভিধানে নেই
ভালো লাগলে ভালোবেসেছি
খারাপ লাগলে বিস্ফারিত
দিতে বাঁধে নি
চেয়েওছি ফিরে
শত্রু নই
আড়ি নেই
চলুন , এক কাপ কফি খেয়ে আসা যাক।
আপনি ভুল করছেন স্যার
একটি শব্দও খরচ করিনি ঝঞ্ঝাবর্তে
পাশাপাশি হেঁটেছি
কথা বলার সময় চোখের পলক ফেলিনি
আপনার বহুগামী পছন্দের বদলি আমারও নানাবিধ বিচলন
পারিনা জাতীয় কিছু অভিধানে নেই
ভালো লাগলে ভালোবেসেছি
খারাপ লাগলে বিস্ফারিত
দিতে বাঁধে নি
চেয়েওছি ফিরে
শত্রু নই
আড়ি নেই
চলুন , এক কাপ কফি খেয়ে আসা যাক।
সুচিন্তিত মতামত দিন