শুভশ্রী সাহা
মন আমুর
বুকের ভেতর নি:শব্দ ধারাপাত
ভাঙ্গছে কিছু কোনো এক শ্রাবণে
ঘন ঘোর মেঘের বর্ষণে
বিষন্ন গোধুলির আলোয় প্রলম্বিত
ছায়ায় চেনা মুখ সহসা অচেনা হয়
যতি চিহ্ন হীন সম্পর্ক অনুচ্ছেদের বিচ্ছেদে ভারি
ছায়া বড় হতে থাকে ক্রমশ, টগর পাপড়ি মেঘে
জল ভরা চোখ অবশেষে নামে শেষ রাতে
সকালের বারান্দায় খেলা করে সেই দুরন্ত রোদ
ফুরাতে ফুরাতে জন্ম নেবে আবার রুপকথা
শেষ বলে কিছু নেই পেঁজা তুলোয় ভেসে যায় ব্যথা
ভালোবাসা নরম পালক, মাঝে ঋতু চক্র যাপন ...
বুকের ভেতর নি:শব্দ ধারাপাত
ভাঙ্গছে কিছু কোনো এক শ্রাবণে
ঘন ঘোর মেঘের বর্ষণে
বিষন্ন গোধুলির আলোয় প্রলম্বিত
ছায়ায় চেনা মুখ সহসা অচেনা হয়
যতি চিহ্ন হীন সম্পর্ক অনুচ্ছেদের বিচ্ছেদে ভারি
ছায়া বড় হতে থাকে ক্রমশ, টগর পাপড়ি মেঘে
জল ভরা চোখ অবশেষে নামে শেষ রাতে
সকালের বারান্দায় খেলা করে সেই দুরন্ত রোদ
ফুরাতে ফুরাতে জন্ম নেবে আবার রুপকথা
শেষ বলে কিছু নেই পেঁজা তুলোয় ভেসে যায় ব্যথা
ভালোবাসা নরম পালক, মাঝে ঋতু চক্র যাপন ...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন