রিয়া চক্রবর্তী



 মৃত্যু 

আলমারি গোছাতে গিয়ে, এক কোন থেকে বেড়িয়ে এলো, জীবনে প্রথম উপহার পাওয়া শাড়ি। না, শাড়িটা কোনদিন পড়িনি আমি। ফেলেও দিই নি। শাড়ির আঁচলে একটা ছোট্ট গিঁট। কিসের এই গিঁট মনে নেই। আগে লক্ষ্যও করিনি। গিঁট খুলতেই অয়নার মতোই ভেসে উঠলো বিসর্জনের ছবি। 

তার টাইটেল কার্ডে লেখা আমার মৃত্যু সংবাদ!






একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন