মীর রবি
লাভ ইন ক্যালিফোর্নিয়া
আমরা হাঁটতে থাকি
ক্যালিফোর্নিয়া ছায়ামাখে ফুটপাতে
তাকিয়ে থাকে অসংখ্য চোখ
অর্কিডে জমে থাকা শেষ রাতের বৃষ্টি
আমাদের চুম্বনের গল্প বলে।
শিরিষ আর দেবদারু কুর্ণিশ করে আলো
লী গোমেজের গাল বেয়ে পড়ে ছায়া
আমি কুড়িয়ে নিই টিউলিপ রোদ
উড়তে থাকে বার্ড অব প্যারাডাইস।
বিচ্ছেদ
চোখ তুলে তাকাও
দ্যাখ- নদীও হারিয়ে যায়
বুকে জমে বরফ বেলা
জলশূন্য সাগর পুকুর হয়ে ওঠে
আমরা চলে যাই দুদিকে।
মাঝখানে পড়ে থাকে ভাঙা নাও
চিরে যাওয়া চিঠি
বিরহ বেলায় বাজে হাওয়ার গান
ভুলতে থাকি বিরানব্বই সঙ্গম
অসংখ্য চুম্বনের রোজনামচা...
ওয়ার অ্যান্ড লাভ
যুদ্ধ শিবিরের লিতুন। ঝকঝকে মারবেল চোখ-
অসংখ্য পৃথিবীর গল্প বলে।
ঝাউ গাছের আড়ালে লুকিয়ে থাকা শৈশব
ম্যাপল পাতায় আঁকে বালক বেলার ছবি
পলানটু খেলার দীর্ঘ আলিঙ্গন।
যুদ্ধের বিভৎসতা আমাদের প্রেম পোড়ায়
জ্বালিয়ে দ্যায় সোনালি চুল
লিতুন আকাশ দ্যাখে। নিজেকে মনে হয়-
হাজার বছরের নিঃসঙ্গ প্রেমিক।
আমরা হাঁটতে থাকি
ক্যালিফোর্নিয়া ছায়ামাখে ফুটপাতে
তাকিয়ে থাকে অসংখ্য চোখ
অর্কিডে জমে থাকা শেষ রাতের বৃষ্টি
আমাদের চুম্বনের গল্প বলে।
শিরিষ আর দেবদারু কুর্ণিশ করে আলো
লী গোমেজের গাল বেয়ে পড়ে ছায়া
আমি কুড়িয়ে নিই টিউলিপ রোদ
উড়তে থাকে বার্ড অব প্যারাডাইস।
বিচ্ছেদ
চোখ তুলে তাকাও
দ্যাখ- নদীও হারিয়ে যায়
বুকে জমে বরফ বেলা
জলশূন্য সাগর পুকুর হয়ে ওঠে
আমরা চলে যাই দুদিকে।
মাঝখানে পড়ে থাকে ভাঙা নাও
চিরে যাওয়া চিঠি
বিরহ বেলায় বাজে হাওয়ার গান
ভুলতে থাকি বিরানব্বই সঙ্গম
অসংখ্য চুম্বনের রোজনামচা...
ওয়ার অ্যান্ড লাভ
যুদ্ধ শিবিরের লিতুন। ঝকঝকে মারবেল চোখ-
অসংখ্য পৃথিবীর গল্প বলে।
ঝাউ গাছের আড়ালে লুকিয়ে থাকা শৈশব
ম্যাপল পাতায় আঁকে বালক বেলার ছবি
পলানটু খেলার দীর্ঘ আলিঙ্গন।
যুদ্ধের বিভৎসতা আমাদের প্রেম পোড়ায়
জ্বালিয়ে দ্যায় সোনালি চুল
লিতুন আকাশ দ্যাখে। নিজেকে মনে হয়-
হাজার বছরের নিঃসঙ্গ প্রেমিক।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন