যে শব্দমালা হৃদয়ের কথা বলে না মুছে দেয় জল,
বালিয়ারি রাখে না ধরে চিহ্নসমূহ -
জীবনে যতো ক্ষয়ক্ষতি
সব কিছু নিয়ে যাপনের দিনগুলোয়
জমে ওঠে সময়ের ধুলোধোঁয়া আর মৃত্যু - ফাঁদ কিছু।
আগুনের শরীর ছুঁয়ে
ফসলের থেকে জেগে ওঠা সুঘ্রাণ
আর সুদিনের আশায়
পরিশ্রান্ত মানুষের মুখগুলো কেমন চকচক করে।
উত্তর প্রজন্মের কাছে
ফসলের উত্তরাধিকার রেখে
নীল আকাশ ও পৃথিবীর আলো রেণু মেখে
মানুষই গড়ে তোলে আনন্দ উৎসব।
বৃষ্টি এসে ছড়ায় রং
দুঃখগুলো কর্পূরের মতো উবে যায়
জীবনের ধারাপাত থেকে,
স্বপ্নের শরীরে তখনো জড়ানো দেখি
মায়ামমতা, মান-অভিমান, ভালোবাসার ভাঙা ভাঙা চূর্ণ কিছু।