মানুষ বাঁচে ..কারো জন্য বাঁচে
কেউ বাঁচতে বলেছে বলে বাঁচে।
কেউ বাঁচতে হয় বলে বাঁচে।
পাগলটা অবশ্য
চাকরির বাজারে অবিক্রিত মাল হয়ে
চৌরাস্তায় দাঁড়িয়ে চেঁচিয়ে বাঁচে।
পাগলীটা আবার
মাতৃসদনের সামনের ফুটপাতে
বেড়ালের মতো বাচ্চা প্রসব করে বাঁচে।
কেউ জনঅরণ্যে
মাটি আঁকড়ে গাছ হয়ে
একা একা বাঁচে।
কেউ বিকেলের রোদ্দুর পিঠে নিয়ে
সময়ের ফাঁক গলে
দিন গুনে গুনে বাঁচে।
কেউ ক্যানসার আক্রান্ত সমাজের
আর কিচ্ছুটি হবেনা বলে
পেপারের প্রথম পাতার স্লোগান নিয়ে বাঁচে।
বাঁচা বাঁচা এ লড়াইয়ে
অভিমন্যুরা চক্রব্যুহে ধুকে
ধুকতে ধুকতে বাঁচে।
কারো কারো কাছে ধূপের গন্ধের চেয়ে
বারুদের গন্ধ মিষ্টিতাই বিপ্লবী হয়ে
শহিদমিনার আগলে মানুষ বাঁচে।
মানুষ বাঁচে ..
মৃত্যু আছে বলে
ঘুণেকাটা শরীর নিয়েও বাঁচে!