বোবা কান্না
পাশের ফ্ল্যাটের একটা ঘরে তখনও
ফিকে হয়ে আসা ধোঁয়ার কুণ্ডলী ।
সিলিং বেয়ে গড়িয়ে পড়া
বছর চারের জমানো অভিমান ।
দুই কামরার চার দেওয়ালের মাঝে
ভালোবাসার অনুচ্চারিত অভিমান ।
ড্রয়িং রুমের কাচের শো-কেসে
সত্যি মিথ্যের অসম সহাবস্থান ।
দরজার বাইরে অজানাকে জানার আগ্রহে
কিছু কৌতূহলী মানুষের চোখ ।
ঘরের মেঝেতে পড়ে রয়েছে
...... সমাজের জীবন্ত লাশ ।
পাশের ফ্ল্যাটের একটা ঘরে তখনও
ফিকে হয়ে আসা ধোঁয়ার কুণ্ডলী ।
সিলিং বেয়ে গড়িয়ে পড়া
বছর চারের জমানো অভিমান ।
দুই কামরার চার দেওয়ালের মাঝে
ভালোবাসার অনুচ্চারিত অভিমান ।
ড্রয়িং রুমের কাচের শো-কেসে
সত্যি মিথ্যের অসম সহাবস্থান ।
দরজার বাইরে অজানাকে জানার আগ্রহে
কিছু কৌতূহলী মানুষের চোখ ।
ঘরের মেঝেতে পড়ে রয়েছে
...... সমাজের জীবন্ত লাশ ।
Tags:
কবিতা