১।
বৃষ্টিজলে গান গাইবে পাড়ার মোটা ভটা
কিন্তু তার মাথায় আছে একটা বড় জটা ।
জটার ভয়ে মেঘ পালালো -----
আকাশ দেখি ফরসা হলো ,
জল না পেয়ে ভটার চোখ হয়ে গেল কটা ।
২।
বৃষ্টিজল লাগলে গায়ে নবা ঘোষ নাচে
নাচতে নাচতে জল খেলে তবেই সে বাঁচে ।
ভিজে ভিজে বৃষ্টিজলে
নাকের ফুটো কথা বলে ,
নাচ ভুলে নবা ঘোষ বসে বসে হাঁচে ।
৩।
যাবে যদি চলেই এসো ছাতা মাথায় দিয়ে
ছাতার বাইরে হাত পা ভিজুক মুছবে গামছা দিয়ে
বৃষ্টি যদি খারাপ লাগে
ছাউনিতলায় সবার আগে
আর না হলে মনে করো দাদুর প্রথম বিয়ে ।
৪।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বিলু হাঁচে সারা দুপুর ------
মুখের সামনে আয়না
বিলু করে বায়না
দুপুরবেলা পড়বে নুপূর ।
৫।
ঘোর বর্ষায় টোপর মাথায় যাচ্ছে বিপুল সেন ,
কাদায় উল্টে পড়ে গিয়ে বুকে ভীষণ পেন ।
ঘটককে আর ধরবে না
বিয়ে সে আর করবে না
তোলাতুলির কারবারে সে কিনবে একটা ক্রেন ।