দাবানল
পয়গম্বর নই-গো আমি ;নয়কো খোদার খাসি ।
বাঁচার মত অন্ন বস্ত্র পেলেই আমি খুশি ।।
বাঁচার মত বাঁচতে চাওয়া সকলের অধিকার ।
সেই মণিহার পৃথিবী মা তো দিয়েছেন তোমার আমার ।।
মনেতে তাই তুষের আগুন ধিকি ধিকি জ্বলে ।
কারা আমার ভাত মেরেছে আমারই কান মুলে ।।
সংবিধান বামন বিধান ঢেমনামি দিয়ে লেখা ।
সংরক্ষণ আর আরক্ষণে সাম্যের নেইকো দেখা ।।
মণ্ডলেরা ডাক্তার হয়েছে চক্রবর্তী মুচি ।
বৈষম্য রয়েই গেছে চলছে নাকো কাঁচি ।।
পুরুষের থেকে এগিয়ে গেল নিপীড়িত ললনা !
বাস্তুতন্ত্র টিকবে সমানে সমানে তোমরা তা জান না ।।
পুঁজিবাদী নাঙ্গা সাধু ভিক্ষা মেঙ্গে ফেরে ।
এমন দৃশ্য কে দেখেছ বলো দেখি বড়াই করে ??
সুন্দরবনে বাঘ বাড়েনি দুর্নীতি বাড়ছে দেশে ।
ভাঁড় চেটে খাই তুমি আমি নেপোয় দই খাবার শেষে ।।
টাটারা সব টাটাই আছে পাঁঠা তুমি আমি ।
তোমায় আমায় দিয়েই ঘোরায় সামন্তদের ঘানি ।।
একটা কথা কানে কানে তাই বলি আজ শোন।
আমার বুকের তুষের আগুন দাবানল হয় যেন ।।
পয়গম্বর নই-গো আমি ;নয়কো খোদার খাসি ।
বাঁচার মত অন্ন বস্ত্র পেলেই আমি খুশি ।।
বাঁচার মত বাঁচতে চাওয়া সকলের অধিকার ।
সেই মণিহার পৃথিবী মা তো দিয়েছেন তোমার আমার ।।
মনেতে তাই তুষের আগুন ধিকি ধিকি জ্বলে ।
কারা আমার ভাত মেরেছে আমারই কান মুলে ।।
সংবিধান বামন বিধান ঢেমনামি দিয়ে লেখা ।
সংরক্ষণ আর আরক্ষণে সাম্যের নেইকো দেখা ।।
মণ্ডলেরা ডাক্তার হয়েছে চক্রবর্তী মুচি ।
বৈষম্য রয়েই গেছে চলছে নাকো কাঁচি ।।
পুরুষের থেকে এগিয়ে গেল নিপীড়িত ললনা !
বাস্তুতন্ত্র টিকবে সমানে সমানে তোমরা তা জান না ।।
পুঁজিবাদী নাঙ্গা সাধু ভিক্ষা মেঙ্গে ফেরে ।
এমন দৃশ্য কে দেখেছ বলো দেখি বড়াই করে ??
সুন্দরবনে বাঘ বাড়েনি দুর্নীতি বাড়ছে দেশে ।
ভাঁড় চেটে খাই তুমি আমি নেপোয় দই খাবার শেষে ।।
টাটারা সব টাটাই আছে পাঁঠা তুমি আমি ।
তোমায় আমায় দিয়েই ঘোরায় সামন্তদের ঘানি ।।
একটা কথা কানে কানে তাই বলি আজ শোন।
আমার বুকের তুষের আগুন দাবানল হয় যেন ।।
Tags:
কবিতা