সকালের ঝাপটা
চোখে লাগল না
দুপুরের তুমুল
পায়ে ভিজল না;
যে যার মতো গেল
পর্যটনে মেঘে
পাগল বসন্ত
সেও পুরাতনী,
অবয়ব ফুটেছে
নিজের চোখে
ব্রহ্ম মুহূর্তে
অজানা দেহে লীন!
অনন্ত কাহিনী
আছে মোমের পাশে
বৃষ্টিকে একলা
রেখেছ কি আকাশে ?
বৃষ্টির রং
মনে হয় এইতো আছি
ব্যস্ত শহরে কানাগলি শেষে
মুখ ঢেকেছি এরকম,
অসম্ভবে
সময় চেয়েছি গতকালে
অনু-কারী মাত্র
নিজের জলছাপ
যেখানে ধারাভাষ্য
সমস্ত কোলাহল
অথবা অনুপাতে,
বর্ষার ফোঁটা ফোঁটা ডাকে
আমি নেই!
ঘর ঘেঁষে নর্দমা
বয়ে যায় কালো জল
পাশে খুঁটি,
উপরে আছে একটি কাক—
স্থির চেয়ে